হাসবুনাল্লাহ বাংলা গজল লিরিক্স। Hasbunallah Bangla Gojol lyrics
হাসবুনাল্লাহ বাংলা গজল লিরিক্স। Hasbunallah Bangla Gojol lyrics
Song : Hasbunallah
Singer : Iqbal Mahmud & Elias Amin
Lyric : Jubayer Sifat
Tune : Iqbal Mahmud
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video: Holy Tune Production
Gfx : Tawhid Jamil
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
হাসবুনাল্লাহ গজলটি খুবই জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজলটি খুবই পছন্দ হবে বলে আশা করা যায়।
হাসবুনাল্লাহ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। হাসবুনাল্লাহ গজলটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের ইকবাল মাহমুদ এবং ইলিয়াস আমিন। গলজটিতে সুর করেছেন ইকবাল মাহমুদ। হাসবুনাল্লাহ গলজটির লিরিক্স করেছেন সিফাত জুবায়ের এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে।
হাসবুনাল্লাহ এই জনপ্রিয় গজলটি লেখক আল্লাহ তায়ালার নেয়মত সমূহের শুকরিয়া আদায় করে লিখেছেন। লেখক আল্লাহর শুকরিয়া আদায় করেছেন সুস্থ শরীর দেয়ার জন্য এবং তার দারা আল্লাহর ইনাদত করতে পারার জন্য। কত মানুষ হাত পা আছে কিন্তু অসুস্থ। তারা আল্লাহর ইবাদত করতে পারে না। অনেকের হাত পা সুস্থ কিন্তু তবুও তারা আল্লাহর ইবাদত করে না। আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি। বেশি আমল করি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।