নীলের কাছে বাংলা গজল লিরিক্স। niler kaxhe bangla gojol lyrics
নীলের কাছে বাংলা গজল লিরিক্স। niler kaxhe bangla gojol lyrics.
Lyric, Tune & Performed by B and Ubaydah
Mix and Master: Nafis
Director: Abu Huraira
Sponsor Books: Say T, Al-Hikmah Trade
নীলের কাছে গজলটি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজলটি খুবই পছন্দ হবে বলে আশা করা যায়।
নীলের কাছে গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। নীলের কাছে গজল একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। নীলের কাছে গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন আবু উবায়দা । নীলের কাছেগলজটির লিরিক্স করেছেন আবু উবায়দা এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Abu Ubayda ইউটিউব চ্যানেলে।
আবু উবায়দা নিবেদিত নীলের কাছে গজলটি খুবই চমৎকার এবং অনুপেরনা মুলক একটি গজল।গজলটি আমাদের কে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে শিখায়। আল্লাহ কে ভালোবাসতে শিখায়। গজলটির মধ্যমে লেখক আল্লাহ তায়ালর সৃষ্টির সৌন্দর্য সমুহের জন্য শুকরিয়া আদায় করেন। এবং সমস্ত কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন।
আল্লাহর সৃষ্টি কতইনা সুন্দর যা ভাষায় করা অসম্ভব। আল্লাহ নিজের হাতে এই পৃথিবীকে তৈরী করেছেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর সৃষ্টি সমুহের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন।
আল্লাহর সৃষ্টি কতইনা সুন্দর যা ভাষায় করা অসম্ভব। আল্লাহ নিজের হাতে এই পৃথিবীকে তৈরী করেছেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর সৃষ্টি সমুহের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন।