লালবাগ কেল্লা, লালবাগ, ঢাকা। Lalbagh Fort, Lalbagh, Dhaka.
লালবাগ কেল্লা, লালবাগ, ঢাকা। Lalbagh Fort, Lalbagh, Dhaka.
সংক্ষিপ্ত ইতিহাস
মোঘলশাসন আমলে রাজা আওরঙ্গজেবের তৃতীয় পুত্র বাংলার সুবেদার মোহাম্মদ আযম ১৬৭৮ সালে এই কেল্লার কাজ শুরু করেন। কেল্লার কাজ সমাপ্ত হওয়ার আগেই আওরাঙ্গজেব তার ছেলেকে ডেকে পাঠান। এবং শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন।আওরাঙ্গজেবের পুত্র এই স্থান ছেড়ে যাবার আগে শায়েস্তা খানকে অনুরোধ করেন তিনি যেন তার অসমাপ্ত কেল্লা সমাপ্ত করেন। মোহাম্মদ আযমের কথা অনুযায়ী শায়েস্তা খান কেল্লার কাজ চালু রাখেন।
হঠাৎ শায়েস্তা খানের প্রানপ্রিয় স্ত্রী পরিবিবির অকাল মৃত্যু হলে তিনি কেল্লার কাজ বন্ধ করে দেন।তারপর তিনি সেখানে পরিবিবির একটি সুন্দর সমাধি তৈরী করেন। যা পরিবিবির মাজার নামেও পরিচিত।পরিবিবির কবরের পাশে আরো দুটি খবর রয়েছে তন্মধ্যে একটি শায়েস্তা খানের ২য় কন্যা শামশাদ বেগমের। অন্যটি তার নাতি খোদাদাদের। বর্তমানে এটি লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে পরিচিত।
লালবাগ কেল্লা জাদুঘরে যা যা রয়েছে।
লালবাগ কেল্লায় সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থান হলো সুবেূার শায়েস্তা খানের দরবার হল ও বাসভবন। কেল্লার তিনটি ফটক রয়েছে যার মধ্যে দুটি বন্ধ করে দেয়া হয়েছে। ভিতরে প্রবেশ করলেই রাস্তার দুই পাশে বিশাল প্রশস্ত বাগান রয়েছে যা দর্শনার্থীদের আকর্ষিত করে। ফটক থেকে সোজা ভিতরের দিকে শায়েস্তা খানের প্রিয়তম স্ত্রী পরীবিবির সমাধি সৌধ। প্রিয়তম স্ত্রী পরীবিবির স্মৃতি ধরে রাখতে তিনি একটি ইমারত তৈরী করেন মার্বেল পাথর, কষ্টিপাথর, ও বিভিন্ন ধরনের চাকচিক্যময় সামগ্রীর সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ সাজিয়েছেন। এছাড়া রয়েছে কয়েকটি ফুয়ারা, পাহাড়ি উচু টিলা,সুরঙ্গ পথ, কেল্লার দক্ষিণ এবং পশ্চিম দুর্গ প্রাচীরের নির্দিষ্ট দুরত্ব পর পর রয়েছে একটি করে পলকাটা তোপ মঞ্চ। কেল্লার একমাত্র পুকুর যার চারদিকে ঘাট বাধানো রয়েছে।
এছাড়াও বাহিরে থেকে কয়েকটি সুরঙ্গ দেখা যায় যে গুলো তে দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হয় না। আরো রয়েছে লালবাগ কেল্লার মসজিদ, সম্রাট আওরঙ্গজেব এর তৃতীয় পুত্র শাহজাদা আজম ১৬৭৮-৭৯ মসজিদটি তৈরী করেছিলেন। এখনও মাসজিদটি মুসল্লীদের নামাজের জন্য ব্যবহার করা হয়।
কিভাবে যাবেন
লালবাগ কেল্লা জাদুঘরে যাওয়ার জন্য রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে লেগুনায় মাত্র ২০ টাকায় খরচ হবে। এছাড়াও রিক্সায় যেতে পারবেন ৪০-৫০ টাকায়।প্রবেশ মূল্য
কেল্লার ফটকের দু পাশে দুটি কাউন্টার রয়েছে। ৫ বছরের নিচে বচ্চাদের কোনো টিকেট লাগবে না।
দেশি পর্যটকদের জন্য টিকেট মুল্য = টাকা ৫০.০০ জনপ্রতি।
বিদেশি পর্যটকদের জন্য টিকেট মুল্য = ১০০.০০ টাকা জনপ্রতি।
পরিদর্শন সময় সূচি
গ্রীষ্মকালীন
( ১লা এপ্রিল থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত) সাকাল ১০ঃ০০ টা হতে বিকেল ০৬ঃ০০ টা পর্যন্ত।
দুপুর ০১ঃ০০ টা থেকে ০১ঃ৩০ পর্যন্ত নামাজের বিরতি।
শুক্রবার
সকাল ১০ঃ০০ টা থেকে ০৩ঃ০০ পর্যন্ত খোলা।
১২ঃ৩০ থেকে ০২ঃ৩০ পর্যন্ত নামাজের বিরতি।
শীতকালীন
(১লা অক্টোবর থেকে ৩০ শে মার্চ পর্যন্ত) সকাল ০৯ঃ০০ টা থেকে বিকেল ০৫ঃ০০ টা পর্যন্ত।
দুপুরে ০১ঃ০০ টা হতে ০১ঃ৩০ অকদি নামাজের বিরতি।
শুক্রবার
সকাল ০৯ঃ০০ থেকে বিকাল ০৫ঃ০০ পর্যন্ত।
দুপুর ১২ঃ৩০ থেকে ০২ঃ০০ পর্যন্ত নামাজের বিরতি।
বন্ধের দিন সমূহ
প্রতি রবিবার ও সরকারি ছুটিরদিন সমুহে লালবাগ কেল্লা পূর্ণ দিবস বন্ধ থাকে। এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে।"আপনার ভ্রমণ শুভ হোক "