অরণ্যালয় মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট, ঢাকা। Aranyaloy Mini Zoo and Picnic Spot, Dhaka.

অরণ্যালয় মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট,  ঢাকা।  Aranyaloy Mini Zoo and Picnic Spot, Dhaka.

গাবতলি থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে সাভার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত অরণ্যালয় চিড়িয়াখানা  ও পিকনিক স্পট।

ইট-পাথর, লোহা -লক্কর জঞ্জালে ঘেরা এই শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চলে আসুন নিরিবিলি পরিবেশে সাজানো ঢাকার নিকটবর্তী সাভার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর পাশেই অবস্থিত অরণ্যালয় মিনি চিড়িয়াখানাতে।

অরণ্যালয় চিড়িয়াখানা মূলত সাভার মিলিটারি ফার্মের তৈরীকৃত। ১৯৯৯ সালের ২৭ ফেব্রুয়ারী তৎকালিন সেনা বীর বিক্রম প্রধান জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর উদ্বোধন করেন।
ঢাকা - আরিচা হাইওয়ে রোড থেকে নেমে মাটির রাস্তা ধরে কিছুদূর এগুলেই দেখবেন একটি ভিআইপি ও দু'টি সাধারণ  সহ মোট তিনটি পিকনিক স্পট। এর পাশেই রয়েছে অরণ্যালয় চিড়িয়াখানা। এই রাস্তায় হাঁটলে মনে হবে যেনো আপনি গ্রামের বাড়ি এসেছেন ছুটি কাটাতে।

অরণ্যালয় চিড়িয়াখানায় যা যা রয়েছে

চিড়িয়াখানায় প্রবেশ করে দেখতে পাবেন এক পাশে বিশাল পুকুর। আপনি চাইলে সেখানে  নৌকা দিয়ে পুরো পুকুর ভ্রমণ করতে পারবেন। আবার চাইলে বিকেল বেলা প্রিয় মানুষের সাথে পুকুর পাড়ে বসে আড্ডা দিতে পারবেন।

সামনের দিকে এগুলে পাবেন সুন্দর নিল ময়ুর, তিন জাতের হরিণ( চিত্রা হরিণ, মায়া হরিণ ও সাম্বার হরিণ), গিনিপিগ, কালিম, খরগোশ,  টিয়া পাখি, ককটেল ও গোল্লা কবুতরের ঝাঁক, বানর,রেসাস বানর,হনুমান,ভাল্লুক, বিশাল অজগর সাপ,টারকি ও তিতির মুরগী।

বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের খেলার উপকরণ। চিড়িয়াখানার ঠিক মাঝখানে রয়েছে একটি বাঘের ভাস্কর্য।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সরাসরি সাভার স্মৃতিসৌধ যাওয়ার জন্য বিআরটিসি বাস সার্ভিস রয়েছে। যা মতিঝিল, গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, গাবতলী, হয়ে সাভার স্মৃতিসৌধে যায়। এছাড়াও মতিঝিল, গুলিস্তান থেকে নন্দন সুপার বাস, হানিফ ও গ্রিনওয়ে বাস সার্ভিস সরাসরি নবীনগর পর্যন্ত চলাচল করে। অথবা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়গামী বাসে করে বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে হেঁটে যেতে পারবেন অরণ্যালয় চিড়িয়াখানা পর্যন্ত।

প্রবেশ মূল্য

অরণ্যালয় মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট এ প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা এবং নৌকা ভ্রমণ জনপ্রতি ৩০ টাকা। এটি গ্রীষ্মকালীন (মার্চ থেকে সেপ্টেম্বর) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকে। এবং শীতকালীন (অক্টোবর থেকে ফেব্রুয়ারী)  সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ভ্রমণ পরামর্শ

অরণ্যালয় চিড়িয়াখানা যেহেতু আর্মিদের তত্বাবধানে পরিচালিত। তাই এর চারদিকে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।তাই এখানে চুরি কিংবা ছিনতাই এর কোনো ভয় নেই। 

খাবার দাবার

চিড়িয়াখানার আশপাশে কোনো বসতি না থাকায় এখানে কোনো খাবারের ব্যাবস্থা নেই। তবে চিড়িয়াখানার গেটের পাশেই ছোট হালকা খাবারের দোকান রয়েছে। তাই অবশ্যই বাহিরে থেকে খাবার নিয়ে আসতে হবে।

"আপনার ভ্রমণ সুন্দর হোক"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url