সুবহানাকা বাংলা গজল লিরিক্স।Subhanaka Bangla Lyrics
সুবহানাকা বাংলা গজল লিরিক্স।
সুবহানাকা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। সুবহানাকা গজলটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। সুবহানাকা গজলটি গেয়েছেন সায়ের সৈয়দ আহমেদ, মোহাম্মদ বদরুজ্জামান এবং আবু রায়হান গলজটিতে সুর করেছেন আহমদ আব্দুল্লাহ। সুবহানাকা গলজটির লিরিক্স করেছেন আহমদ আব্দুল্লাহ এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে।
সুবহানাকা গজলটি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল বা নাতে রাসুল (সঃ) শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল বা নাতটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
সুবহানাকা গজলটি লেখক আল্লাহ তায়ালা কে নিজের মনের আকাঙ্খা গুলো প্রকাশ করে লিখেছেন। গজলটিতে আল্লাহর মহত্ত্ব প্রকাশ করেছেন। তিনি আল্লাহর উপর তাসবিহ পাঠ করেছেন।
আমরা সারাদিন কত কিছু করি। কোনোটা গুনাহের কাজ আবার কোনোটি সাওয়াবের কাজ।সাওয়াবের কাজ তো আমাদের জন্য উপকারি কিন্তু গুনাহের কাজ আমাদের জন্য খুবই বিপদ জনক।
আল্লাহ তায়ালা মহান দয়ালু তাই তো তিনি গুনাহ হতে ক্ষমা চাওয়ার জন্য মাধ্যম হিসেবে তাসবিহ পাঠ করতে বলেছেন।
তাসবিহ পাঠ করার ফলে মানুষের অন্তর পরিষ্কার হয়। মানুষ গুনাহ হতে বিরত থাকতে সক্ষম হয়।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি যিজির করার তাওফিক দান করুন।আমিন।