সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, নারায়ণগঞ্জ। Sonargaon Folk Art Museum, Narayanganj

সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, নারায়ণগঞ্জ। Sonargaon Folk Art Museum, Narayanganj 

১৯৭৫ সালের ১২ মার্চ  শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে। সরকারের এক প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের লোকশিল্প সংরক্ষণ, বিকাশ ও সকলের তরে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য  নারায়নগঞ্জের, সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

যারা ফ্যামিলি নিয়ে ইতিহাস ও ঐতিহ্য কে কাছে থেকে দেখতে চান তাদের জন্য নিঃসন্দেহে একটি আদর্শ জায়গা। সাপ্তাহিক ডে ট্রিপের জন্য এটিই উৎকৃষ্ট গন্তব্য। আপনার সন্তান কে ছোট থেকেই বাংলার ঐতিহ্য, আবহমান গ্রাম, বাঙালি সংস্কৃতির সথে পরিচয় করিয়ে দেয়ার জন্য  এর ভালো আর কোনো জায়গা নেই।

সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যা রয়েছে। 

জাদুঘরে আপনি দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যাবহৃত অস্ত্র শস্ত্র, পোশাক, বর্ম,অলংকার, তৈজসপত্র ইত্যাদি। এছড়াও প্রাচীন ও মধ্য যুগের লোকশিল্প এবং প্রাচীন মুদ্রা। কারুপল্লীতে দেখতে পাবেন বৈচিত্রময় দোচালা, চৌচালা ও প্রাচীন আদলে তৈরী বাশ,বেত,কাঠ, খোদাই মাটি,জামদানী, নকশীকাঁথা, একতারা,পাট,শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুক সামগ্রী ইত্যাদি কারুপণ্য  সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। 

এছাড়াও প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আায়জিত হয় লোকশিল্প ও কারুশিল্প মেলা। মেলায় লোকশিল্প, কারুশিল্প,লোকসংগীত, যাত্রাপালা, কবিগান, ও পুরোনো সংস্কৃতি সমূহ অনুষ্ঠান মালার মাধ্যমে তুলে ধরা হয়। 

এই মেলায় দেশের নানা প্রান্ত হতে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা। এখানে মাটি, শোলা,বাঁশ, বেত, কাপড় ও বিভিন্ন হস্ত শিল্পজাত বিক্রয় করা হয়। এছাড়াও এখানে জাদুঘরের পাশের লেকে নৌকাভ্রমণ ও শীতকালে টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়।

সময় সূচী ও প্রবেশ মূল্য।

সোনারগাঁও লোকশিল্প জাদুঘর বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি পাঁচদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে প্রবেশ মূল্য মাত্র জন প্রতি  ৫০/- টাকা করে।তবে ছাত্রছাত্রীদের জন্য জন প্রতি ৩০/- টাকা। এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জন প্রতি ১০০/- টাকা করে।

কিভাবে যাবেন।

যারা ঢাকা থেকে যাবেন তারা ঢাকার গুলিস্তান অথবা স্টেডিয়াম এর সামনে থেকে সোনারগাঁও অভিমুখী যেকোনো বাস যেমন - দোয়েল,বোরাক,স্বদেশ পরিবহন ইত্যাদি করে সোনারগাঁও মগড়া পাড়া  বাসস্ট্যান্ডে নামবেন। বাসে ভাড়া পরবে জন প্রতি ৫০-৬০/- টাকা করে। 

সেখান থেকে রিকশা কিংবা অটোতে করে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের গেটের  সামনে নামবেন। অটোতে ভাড়া পড়বে জন প্রতি ১০-১৫/- টাকা আর রিকশায় ভাড়া পরবে ২০-৩০/- টাকা।

থাকবেন কোথায়।

সোনারগাঁও জাদুঘর ঢাকার কাছাকাছি হওয়ার কারণে আপনি একদিনে ফিরে আসতে পারবেন।তাই সাধরণত খুব কম মানুষ সেখানে থেকে যায়। আপনিও  যদি থাকতে চান তাহলে যাদুঘরের কাছাকাছি তাজমহল হোটেল, কলাপাতা হোটেল, ক্যাফে সোনারগাঁও হোটেলে তাকতে পারেন।

জাদুঘরের কাছাকাছি দর্শনীয় স্থান।

সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গোয়ালদি গ্রামে রয়েছে ঐতিহাসিক পানাম নগর। এবং পানাম নগরীর পাশেই রয়েছে পানাম পুকুর। এছাড়াও এর কাছাকাছি রয়েছে ভারতের আগ্রার তাজমহলের আদলে তৈরী বাংলার তাজমহল।

যারা সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যান তারা সাধারণত প্রাচীন পানাম নগরী ও বাংলার  তাজমহল দেখতে যান। 

বিঃদ্রঃ আমাদের পর্যটন কেন্দ্র গুলো আমাদের দেশের পরিচয় বহন করে এবং এ সব পর্যটন কেন্দ্র গুলো আমাদের দেশের সম্পদ।তাই এ সকল স্থান সমূহের সৌন্দর্য বজায় রাখার স্বার্থে৷ আমরা ভ্রমণে গেলে যেখনে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url