সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, নারায়ণগঞ্জ। Sonargaon Folk Art Museum, Narayanganj
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, নারায়ণগঞ্জ। Sonargaon Folk Art Museum, Narayanganj
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যা রয়েছে।
জাদুঘরে আপনি দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যাবহৃত অস্ত্র শস্ত্র, পোশাক, বর্ম,অলংকার, তৈজসপত্র ইত্যাদি। এছড়াও প্রাচীন ও মধ্য যুগের লোকশিল্প এবং প্রাচীন মুদ্রা। কারুপল্লীতে দেখতে পাবেন বৈচিত্রময় দোচালা, চৌচালা ও প্রাচীন আদলে তৈরী বাশ,বেত,কাঠ, খোদাই মাটি,জামদানী, নকশীকাঁথা, একতারা,পাট,শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুক সামগ্রী ইত্যাদি কারুপণ্য সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র।
এছাড়াও প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আায়জিত হয় লোকশিল্প ও কারুশিল্প মেলা। মেলায় লোকশিল্প, কারুশিল্প,লোকসংগীত, যাত্রাপালা, কবিগান, ও পুরোনো সংস্কৃতি সমূহ অনুষ্ঠান মালার মাধ্যমে তুলে ধরা হয়।
এই মেলায় দেশের নানা প্রান্ত হতে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা। এখানে মাটি, শোলা,বাঁশ, বেত, কাপড় ও বিভিন্ন হস্ত শিল্পজাত বিক্রয় করা হয়। এছাড়াও এখানে জাদুঘরের পাশের লেকে নৌকাভ্রমণ ও শীতকালে টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়।
সময় সূচী ও প্রবেশ মূল্য।
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি পাঁচদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে প্রবেশ মূল্য মাত্র জন প্রতি ৫০/- টাকা করে।তবে ছাত্রছাত্রীদের জন্য জন প্রতি ৩০/- টাকা। এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জন প্রতি ১০০/- টাকা করে।কিভাবে যাবেন।
যারা ঢাকা থেকে যাবেন তারা ঢাকার গুলিস্তান অথবা স্টেডিয়াম এর সামনে থেকে সোনারগাঁও অভিমুখী যেকোনো বাস যেমন - দোয়েল,বোরাক,স্বদেশ পরিবহন ইত্যাদি করে সোনারগাঁও মগড়া পাড়া বাসস্ট্যান্ডে নামবেন। বাসে ভাড়া পরবে জন প্রতি ৫০-৬০/- টাকা করে।
সেখান থেকে রিকশা কিংবা অটোতে করে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের গেটের সামনে নামবেন। অটোতে ভাড়া পড়বে জন প্রতি ১০-১৫/- টাকা আর রিকশায় ভাড়া পরবে ২০-৩০/- টাকা।
থাকবেন কোথায়।
সোনারগাঁও জাদুঘর ঢাকার কাছাকাছি হওয়ার কারণে আপনি একদিনে ফিরে আসতে পারবেন।তাই সাধরণত খুব কম মানুষ সেখানে থেকে যায়। আপনিও যদি থাকতে চান তাহলে যাদুঘরের কাছাকাছি তাজমহল হোটেল, কলাপাতা হোটেল, ক্যাফে সোনারগাঁও হোটেলে তাকতে পারেন।জাদুঘরের কাছাকাছি দর্শনীয় স্থান।
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গোয়ালদি গ্রামে রয়েছে ঐতিহাসিক পানাম নগর। এবং পানাম নগরীর পাশেই রয়েছে পানাম পুকুর। এছাড়াও এর কাছাকাছি রয়েছে ভারতের আগ্রার তাজমহলের আদলে তৈরী বাংলার তাজমহল।যারা সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যান তারা সাধারণত প্রাচীন পানাম নগরী ও বাংলার তাজমহল দেখতে যান।