সালাতে এসো বাংলা গজল লিরিক্স। Salate Asho Bangla Gojol lyrics
সালাতে এসো বাংলা গজল লিরিক্স।
সালাতে এসো গজলটি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজলটি খুবই পছন্দ হবে বলে আশা করা যায়।
সালাতে এসো গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। সালাতে এসো গজলটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। সালাতে এসো গজলটি গেয়েছেন সায়ের তাহসিনুল ইসলাম এবং খিজির মোহাম্মদ গলজটিতে সুর করেছেন জুবায়ের সিফাত। সালাতে এসো গলজটির লিরিক্স করেছেন জুবায়ের সিফাত এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holey Tune ইউটিউব চ্যানেলে।
সালাতে এসো গজলটির মাধ্যমে লেখক আমাদের কে নামাজের দিকে আহ্বান জানিয়েছেন। নামাজ বেহেশতের চাবি । আল্লাহ তায়ালা সকল মোসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন।
নামাজের মাধ্যমে বান্দার উপর রহমত বরকত নাযিল হয়। নামাজ না পড়লে আল্লাহ তায়ালা তার রহমত থেকে বঞ্চিত করেন। বান্দার রিযিক কমিয়ে দেন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করার তাওফিক দান করুন। আমিন।