রাসুল নামে বাংলা নাতে রাসুল লিরিক্স। Rasul Namee Bangla lyrics

রাসুল নামে বাংলা নাতে রাসুল লিরিক্স। 

Song : Rasul Name
Singer : Tahsinul Islam, Shamim Arman & Saifullah Noor
Lyric : Sirajum Munira
Tune : Omar Abdullah
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director: Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

রাসূল নামে জনপ্রিয় ও ভাইরাল নাতে রাসুল ﷺ এর মধ্যে অন্যতম একটি নাতে রাসুল ﷺ। যারা গজল বা নাতে রাসুল ﷺ শুনতে বা পরতে ভালোবাসেন, তাদের কাছে এই গজল বা নাতেটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।

রাসূল নামে গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। রাসূল নামে নাতটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় নাতে রাসুল ﷺ। রাসূল নামে গজলটি গেয়েছেন সায়ের তাহসিনুল ইসলাম, শামীম আরমান এবং সাইফুল্লাহ নূর  গলজটিতে সুর করেছেন ওমর আব্দুল্লাহ। রাসূল নামে গলজটির লিরিক্স করেছেন সিরাজুম মনিরা এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে।

রাসুল নামে নাতে রাসুল ﷺটি লেখক নবিজীর আগমন নিয়ে লিখেছেন। লেখক বলেন আরবের বুকে মা আমেনার কোলে কে এলোরে কমলিওয়ালা। যাহার আগমনে জগত হইলো উজালা। সে যে মোর কামলিওয়ালা।

এই অন্ধকার পৃথিবীতে নবীজী ﷺ এর আগমনে আলো ছড়িয়ে গিয়েছে। আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার নসিব করুন। আমিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url