রাসুলের রওজা বাংলা লিরিক্স। Rasuker Rowza Bangla lyrics

রাসুলের রওজা বাংলা লিরিক্স। 

Song: Fasting of the Prophet
Singer : Syed Sani Ahmed
Lyric & Tune : Anees Ansari
Sound Design: Madd. Moyez Uddin
Producer: Mad. Moyez Uddin

রাসুলের রওজা জনপ্রিয় ও ভাইরাল নাতে রাসুল  ﷺ মধ্যে অন্যতম একটি নাতে রাসুল ﷺ। যারা গজল বা নাতে রাসুল ﷺ সুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই  নাত ﷺ টি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।

রাসুলের রওজা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। রাসুলের রওজা নাতে রাসুল ﷺ একটি চমৎকার হৃদয় স্পর্শীয় নাত । রাসুলের রওজা  নাতে রাসুল ﷺ টি গেয়েছেন সায়ের সৈয়দ সানি আহমেদ গলজটিতে সুর করেছেন  আনিস আনসারি । রাসুলের রওজা গলজটির লিরিক্স করেছেন আনিস আনসারি এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় ASHAB Shilpi Gusti ইউটিউব চ্যানেলে।

রাসুলের রওজা নাতে রাসুল ﷺটি আমাদের প্রিয় নবি নুরে মুজাস্সাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা হযরত মোহাম্মদ মোস্তফা ﷺ এর রওজা মোবারক নিয়ে লিখা। লেখক বলেন আমি বার বার তোমার রওজা দেকি তবো মনবরে না। আমায় নবি স্বপ্নে এসে দিদার দাও না।

আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে রাসুলে পাক ﷺ দিদার নসিব করুন। আমিন।

 

রাসুলের রওজা বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url