পরিপাটি পৃথিবী বাংলা গজল লিরিক্স। Pori pati prithibi Bangla gojol lyrics
পরিপাটি পৃথিবী বাংলা গজল লিরিক্স।
পরিপাটি পৃথিবী জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজলটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
পরিপাটি পৃথিবী গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। পরিপাটি গজল একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। পরিপাটি পৃথিবী গজলটি গেয়েছেন সায়ের আবু রায়হান গলজটিতে সুর করেছেন সাইদুল ইসলাম। পরিপাটি পৃথিবী গলজটির লিরিক্স করেছেন সাইদুল ইসলাম এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tarana ইউটিউব চ্যানেলে।
পরিপাটি পৃথিবী গজলটি লেখক আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য লিখেছেন। লেখক বুঝিয়েছেন এতো বাড়ি গাড়ি, টাকা পয়সা কিছুই কাজে আসবে না। একদিন আমাদের পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতেই হবে। ভুলে যাবে বাবা মা আত্নীয় সজন সবাই।
সুতরাং আসুন সবাই আল্লাহর দেখানো পথে চলি। গুনাহের কাজ হতে বিরত থাকি। টাকার পিছনে দৌড়ে কি হবে আল্লাহর পথে চলতে পারলে টাকা নিজেই আপনার কাছে আসবে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।