ও মাদিনা বাংলা নাতে রাসুল ﷺ লিরিক্স। O Madian Bangla Nate Rasul ﷺ Lyrics
ও মাদিনা বাংলা নাতে রাসুল ﷺ লিরিক্স।
ও মাদিনা জনপ্রিয় ও ভাইরাল নাতে রাসুল ﷺ সমুহের মধ্যে অন্যতম একটি নাতে রাসুল । যারা নাতে রাসুল (সঃ) শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই নাতেটি খুবই পছন্দনিয় হবে বলে আশা করা যায়।
ও মাদিনা নাতে রাসুল ﷺ টি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। ও মাদিনা নাত রাসুল ﷺ একটি চমৎকার হৃদয় স্পর্শীয় নাতে রাসুল । ও মাদিনা নাতে রাসুল ﷺ টি গেয়েছেন সায়ের ফরহাদ হোসাইন গলজটিতে সুর করেছেন শামিম আহমেদ। ও মাদিনা গলজটির লিরিক্স করেছেন আব্দুল্লাহ শাকের এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Nasheed Studio ইউটিউব চ্যানেলে।
ও মাদিনা নাতে রাসুল ﷺ টি তে লেখক নাবিয়ে করিম ﷺ এর প্রতি ভালেবাসা ও তাহার শহরের প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেছেন। মদিনা শরীফে শুয়ে আছে আমাদের প্রিয় নাবি মোহাম্মদ রাসুল ﷺ। ধন্য তুমি মাদিনা হয়না কো তোমার অন্য কারো তুলনা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর প্রতি ও তার রাসুল ﷺ প্রতি ভালোবাসা ও আনুগত্য স্বীকার করারা তাওফিক দান করুন।আমিন।