নবীর রওজা শরিফ বাংলা লিরিক্স। Nobir Rowza Shorif Bangla lyrics
নবীর রওজা শরিফ বাংলা লিরিক্স।
নবীর রওজা শরিফ জনপ্রিয় ও ভাইরাল নাতে রাসুল ﷺ সমূহের মধ্যে অন্যতম একটি নাতে রাসুল ﷺ। যারা গজল বা নাতে রাসুল (সঃ) শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল বা নাতটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
নবীর রওজা শরিফ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। নবীর রওজা শরিফ গজল একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। নবীর রওজা শরিফ গজলটি গেয়েছেন সায়ের লামিয়া ইসলাম গলজটিতে সুর করেছেন ওলি উল্লাহ আশেকি। নবীর রওজা শরিফ গলজটির লিরিক্স করেছেন অলি উল্লাহ আশেকি এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় ABS Tune Studio ইউটিউব চ্যানেলে।
নবীর রওজা শরিফ নাতে মোস্তফা ﷺ টি লেখক হুযুর পাক নাবিয়ে মোকাররম হযরত মুহাম্মাদ মোস্তফা ﷺ দিদার কামনা করে লিখেছেন। লেখক বলেন নবী আপনার রওজা দেখে আমার মন ভরছে না। আপনি একবার হলেও আমাকে দিদার দিয়ে ধন্য করুন।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক ﷺ এর দিদার নসিব করুন।