মুহাম্মদ রাসুল বাংলা নাতেরাসুল লিরিক্স।Muhammad Rasul Bangla Natt Lyrics

মুহাম্মদ রাসুল বাংলা নাতেরাসুল লিরিক্স। 

 Song : Muhammad Rasul
Singer : Mamunur Rashid
Lyrics :Rafi Islam
Tune : Mamunur Rashid
Compose : Shah Nayeeb Jahan
DoP : Tahmid Jahan Nafis
Record Label : The Animate Studios

মুহাম্মদ রাসুল জনপ্রিয় ও ভাইরাল নাতে রাসুল ﷺ মধ্যে অন্যতম একটি নাতে রাসুল ﷺ । যারা গজল বা নাতে রাসুল ﷺ শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল বা নাতেটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।

মুহাম্মদ রাসুল গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। মুহাম্মদ রাসুল নাতে রাসুল ﷺ টি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় নাতে রাসুল ﷺ। মুহাম্মদ রাসুল গজলটি গেয়েছেন সায়ের মামুনুর রশীদ  গলজটিতে সুর করেছেন   মামুনুর রশীদ। মুহাম্মদ রাসুল গলজটির লিরিক্স করেছেন রাফি ইসলাম  এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় SobujKuri Tv ইউটিউব চ্যানেলে।

মুহাম্মদ রাসুল নাতে রাসুল ﷺটি লেখক হুযুর পাক ﷺ আগমন সম্মান ও তার মর্যাদা বর্ণনা করে লিখেছেন। তিনি লিখেছেন মদিনার ওই গুলেবাগে আসিলো এক নুর সে যে মোর পেয়ারা নাবি মোহাম্মদ রাসুল। নাতটির মাধ্যমে লেখক হুজুর পাক ﷺ এর আনুগত্য প্রকাশ করেছেন।

আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে হুজুর পাক ﷺ এর দিদার নসিব করুন। এবং আল্লাহ ও তার আনুগত্য স্বীকার করার তাওফিক দান করুন। আমিন

মুহাম্মদ রাসুল বাংলা নাতেরাসুল লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url