লাশ বাংলা গজল লিরিক্স। Lash Bangla Gojol Lyrics
লাশ বাংলা গজল লিরিক্স।
লাশ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল টি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
লাশ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। লাশ গজল একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। লাশ গজলটি গেয়েছেন সায়ের আশরাফ আলী গলজটিতে সুর করেছেন আহমেদ নেয়ামত উল্লাহ। লাশ গলজটির লিরিক্স করেছেন আহমেদ নেয়ামত উল্লাহ এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Studio Vocal ইউটিউব চ্যানেলে।
লাশ গজলটির মাধ্যমে লেখক আমাদের কে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। মানুষ মাত্রই মরনশীল। আমারা সবাই একদিন চলে যাবো দুনিয়ার মায়া ত্যাগ করে। হয়ে কোনো এক পুরোনো স্মৃতি। সবাই আমাদের ভুলে যাবে।
কেউ আর নাম ধরে ডাকবে না বলবে লাশ কোথায়। কেউ আর অপেক্ষা করবে না সবাই তাড়াতাড়ি করবে মাটি দপয়ার জন্য। কেউ বলবে না আজ না কাল মাটি দিবো।
মিথ্যে অহংকার আর কোনো কাজে আসবে না। না কোনো সম্পদ কাজে আসবে৷ কোনো ব্রেন্ড আর ট্রেন্ড কেউ
পরাবে না সেদিন। শুধু জরিয়ে দিবে সেলাই বিহিন একটুকরো সাদা কাফন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন।