কবুল করো সিজদা বাংলা গজল লিরিক্স। Kobul Koro Sijda Bangla lyrics
কবুল করো সিজদা বাংলা গজল লিরিক্স।
কবুল করো সিজদা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল বা নাতে রাসুল (সঃ) সুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল বা নাতেটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
কবুল করো সিজদা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। কবুল করো সিজদা গজল একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আওয়াজ রাশিদ গলজটিতে সুর করেছেন হাবিবউল্লাহ নুর। কবুল করো সিজদা গলজটির লিরিক্স করেছেন আব্দুল্লাহ তুহিন এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে।
কবুল করো সিজদা গজলটি খুবই জনপ্রিয় একটি গজল। গজলটিতে লেখক আল্লাহর দরবারে অনুরোধ করে কাকুতি মিনতি করে বলেন হে মাবুদ আমার সেজদা গুলো কে, রুকু গুলো কে কবুল করুন। এর উসিলায় আমার গুনাহ গুলো ক্ষমা করে দিন।
আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন।