কমলিওয়ালার সুর বাংলা লিরিক্স। Kamliwalar Shur Bangla lyrics
কমলিওয়ালার সুর বাংলা লিরিক্স।
Song : Kamliwalar Sur
Singer : Husain Adnan & Farhatul Hasan Nayem
Label : Tarana Records
Lyric & Tune : Imtiaz Rasel
Sound Design : Shafin Ahmad
Video Director: Abu Taher
কামলি ওয়ালার সুর গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের হোসাইন আদনান এবং ফরহাতুল হাসান নাইম গলজটিতে সুর করেছেন ইমতিয়াজ রাসেল।কামালি ওয়ালার সুর গলজটির লিরিক্স করেছেন ইমতিয়াজ রাসেল এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Hossain Adnan ইউটিউব চ্যানেলে। কামলিওয়ালার সুর জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
কামালি ওয়ালার সুর খুবই জনপ্রিয় একটি নাতে রাসুল। নাতে রাসুল ﷺটির মাধ্যমে লেখক রাসুলের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করেছেন। আমরা সবাই নবীজি ﷺ কে ভালোবাসি। উনার দিদার কামনা করি।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক ﷺএর দিদার নসিব করুন।আমিন।