হুয়ার রহমান বাংলা গজল লিরিক্স। Huwar Rahman Bangla gojol lyrics

হুয়ার রহমান বাংলা গজল লিরিক্স। 

Singer: Abdullah Al Muzahid & Ataur Rahman Esmam
Lyrics: Sheikh Maruf
Tune: Abdullah Al Muzahid & Hassan Monir
Record Label: Tarana Records
Sound Design: Tanvir Khan
Music Direction: Abu Rayhan and Hussain Adnan
Child artist: Abrar Muaz
Video Director: Ismail Afeef
Gfx: Muddassir Bokhary

হুয়ার রহমান জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল বা নাতে রাসুল (সঃ) শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল বা নাতেটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।

হুয়ার রহমান গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। হুয়ার রহমান গজল একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। হুয়ার রহমান গজলটি গেয়েছেন সায়ের আব্দুল্লাহ আল মুজাহিদ ও আতাউর রহমান ইসমাম গলজটিতে সুর করেছেন আব্দুল্লাহ আল মুজাহিদ ও হাসান  মনির । হুয়ার রহমান গলজটির লিরিক্স করেছেন শেখ মারুফ এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tarana ইউটিউব চ্যানেলে।

হুয়ার রহমান হামদে বারি তায়ালা টি লেখক আল্লাহর মহত্ত্ব তার নেয়ামত সমুহের প্রশংসা করে লিখেছেন। লেখক বলেন হে প্রভু আমার সকাল আমার সন্ধ্যা,আমার চাওয়া পাওয়া, জীবন মৃত্যু সকল কিছু তোমার হাতে। হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম, তুমি তো সামিউম বাসির।

আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং তার আনুগত্য করার তাওফিক দান করুন। আমিন।

হুয়ার রহমান বাংলা গজল লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url