হৃদয়ের গহীন বনে বাংলা নাতে রাসুল ﷺ লিরিক্স। Hridoyer Gohin Bone Bangla lyrics
হৃদয়ের গহীন বনে বাংলা নাতে রাসুল ﷺ লিরিক্স।
হৃদয়ের গহীন বনে নাতে রাসুল ﷺ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা নাতে রাসুল ﷺ শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই নাতটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
হৃদয়ের গহীন বনে নাতে রাসুল ﷺ টি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। হৃদয়ের গহীন বনে নাত রাসুল ﷺ টি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় নাত। হৃদয়ের গহীন বনে গজলটি গেয়েছেন সায়ের আহনাফ খালিদ, ফাজেল ইলাহি সাকিব,এবং নাসরুল্লাহ ইরফান নাতে রাসুল ﷺ টিতে সুর করেছেন আহমদ আব্দুল্লাহ। হৃদয়ের গহীন বনে নাতে রাসুল ﷺ টি লিরিক্স করেছেন আহমদ আব্দুল্লাহ এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে।
হৃদয়ের গহীন বনে নাতে রাসুল ﷺ লেখক মদিনা শরীফেকে ও নবিজি ﷺ কে সম্মান প্রদর্শন করে লিখেছেন। লেখক বলেন ও মাদিনা তুমি ছাড়া কারো জন্য আমি মালা গাতবো না। ও মাদিনী ওয়ালা তুমি বিনে সংসার অজানা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নবী করিম ﷺ এর প্রতি আনুগত্য ও আল্লাহ তায়ালার উপর আনুগত্য স্বীকার করার তাওফিক দান করুন। আমিন।