হামদান লিল্লাহ বাংলা লিরিক্স। Hamdan Lillah Bangla lyrics
হামদান লিল্লাহ বাংলা লিরিক্স।
হামদান লিল্লাহ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আরফিন সাইদ,আবির মোহাম্মদ রওশন,তাসনিমুল হাসান নিহাল,আমিরাতুন নিসা আবিদা,আতিফা বিনতে হাফিজ,মাসনুনাহ বিনতে ইব্রাহিম,আবু বকর সিদ্দিক আদনান,মারিজাহ মাউশি,সাইফ বিন শোয়েব,সাদ বিন শোয়েব,জুয়াইরিয়ার বিনতে কবির,আফওয়াহ বিনতে হাফিজ গলজটিতে সুর করেছেন আরফিন সাইদ। হামদান লিল্লাহ গলজটির লিরিক্স করেছেন শাহানারা বেগম ইমা এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Qaseedah ইউটিউব চ্যানেলে। হামদান লিল্লাহ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
হামদান লিল্লাহ শুকরিয়া আদায় করে লিখা সবচেয়ে জনপ্রিয় একটি গজল। গজলটিতে লেখক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে লেখক বলেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে সঠিক পথে চলার তাওফিক দান করেছেন। ওই আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ।
আমারাও সবাই আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আামাদের সবাই কে তার আনুগত্য ও নেয়ামত সমুহের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন।