দূরের কাবা বাংলা গজল লিরিক্স। Durer Kaba Bangla lyrics
দূরের কাবা বাংলা গজল লিরিক্স।
দুরের কাবা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল বা নাতে রাসুল ﷺ সুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল বা নাতেটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়। দূরের কাবা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। দূরের কাবা গজলটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। দূরের কাবা গজলটি গেয়েছেন সায়ের পরি আকন্দ গলজটিতে সুর করেছেন পরি আকন্দ। দূরের কাবা গলজটির লিরিক্স করেছেন নাইম আল হাফিজ এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Pori Akhand ইউটিউব চ্যানেলে।
দূরের কাবা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল বা নাতে রাসুল ﷺ সুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল বা নাতেটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়। এই গজল বা নাতেটি গাওয়ার মাধ্যমে লেখক পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবা শরিফের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি আল্লাহ তায়ালার কাছে আর্জি করে বলেন হে আল্লাহ কত দূরে ওই কাবা তুমি আমাকে একবার হলেও যাওয়ার তাওফিক দান করো। ওই কাবা হাজিদের তাওয়াফ করার দৃশ্য স্বচক্ষে দেখার তাওফিক দান করো।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করার তাওফিক দান করুন। আমিন।