পৃথিবীর তিনটি অদ্ভুত এবং সুন্দর জায়গা সমূহ

পৃথিবীর তিনটি সুন্দর এবং অবাক করা জায়গা সমূহ। 

আমাদের পৃথিবী কে সৃষ্টি কর্তা যে সৌন্দর্য মন্ডিত করে সৃষ্টি করেছেন তা আমাদের কল্পনার বাহিরে। আজকে আমরা আপনাদের সৃষ্টি কর্তার তৈরি কিছু সুন্দর এবং অবাক করা  জায়গা সম্পর্কে বলবো।

১.বাইকাল লেক, রাশিয়া। 

সাইবেরিয়াতে এই লেকটি অবস্থিত। সৃষ্টি কর্তার তৈরি সবচেয়ে সুন্দর লেক যদি বলি ভুল হবে না।এটি এমন একটি লেক যার রং রূপ একেক ঋতুতে একেক রকম হয়। যা সত্যিই অবাক করার মতো।

এই লেকের পানি এতোটাই পরিষ্কার যে ১৩০ ফুট গভীরে থাকা পাথর গুলো কে আপনি খালি চোখে দেখতে পারবেন।

এই জায়গাটি সবচেয়ে সুন্দর দেখা যায় ঠান্ডা মৌসুমে। ঠান্ডা মৌসুমে এই লেক সম্পূর্ণ বরফে পরিনত হয়ে যায়। এর বরফ গুলো দুই মিটার পর্যন্ত চৌরা হয়ে থাকে। 

এখন যদি আপনি মনে করেন মাত্র দুই মিটার চৌরা বরফে হয়তো গাড়ি আটকে বা বরফে ডুবে অনেক মানুষ মারা যায়। 
তাহলে আপনার ধারণা পুরোটাই ভুল। 

কেননা গবেষণা করে জানা যায় যে দুই মিটার চৌরা এই বরফের উপর দিয়ে যে কোনো ট্রেন অনায়াসে যেতে পারবে।

এই লেকের বরফ গুলো নানা রকমের আকারে থাকে। আর এই সৌন্দর্য উপভোগ করতে ঠান্ডা মৌসুমে বিপুল পরিমাণ মানুষ সেখানে অবস্থান করেন। 


২.রেড ফ্লুট ক্যাবস, চীন 

প্রায় ছয় লক্ষ বছর আগে তৈরি পাথরের 
ভাষ্কর্য। যা প্রায় বারশত সাল ধরে মানুষের  মনে জায়গা করে রেখেছে। চীনে অবস্থিত এই সুন্দর এবং আকর্ষণিয় গুহাতে আপনি শুধু আপনার জীবনসঙ্গী কে সাথে নিয়ে যেতে পছন্দ করবেন। 


এই গুহার ভিতর প্রায় সাতশো তিরাশি ফিট লম্বা চলার উপযোগী রাস্তাকে এমন ভাবে আলোর রশ্মি দাড়া সাজানো হয়েছে যা গুহা টিকে স্বর্গ করে তুলেছে। 

এখানে থাকা লোকেরা মনে করেন যে চুনা পাথরের তৈরি এই জায়গাটি  সৃষ্টি কর্তা নিজের পছন্দ মতো তৈরি করেছেন। 


এই জায়গাটি এতোটাই সুন্দর যে আপনি কল্পনা আর বাস্তব দুটি কে গুলিয়ে ফেলবেন।


৩.টানেল অফ লাভ, ইউক্রেন। 

এই জায়গাটি মূলত একটি রেলওয়ে টানেল যা ইউক্রেনের ক্লেবেনে অবস্হিত।
এর নাম টানেল  অফ লাভ রাখার কারন হলো এই জায়গাটি এতোটাই সুন্দর যে আপনি কল্পনা আর বাস্তব দুটি কে গুলিয়ে ফেলবেন। যে কেউ এখানে তার জীবনসঙ্গী কে সাথে নিয়ে যেতে পছন্দ করবেন। 

এখানে আপনি যদি যান, তাহলে অবশ্যই আপনার মনে চাইবে  আপনার জীবন সাথিকে নিয়ে এখানকার রেলওয়ে ট্রেকে হাটতে। জীবনে একবার হলেও সেখানে আমিও যেতে চাই। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন টার্নেল অফ লাভ থেকে। 

প্রতিদিন হাজারো কাপল, প্রকৃতি প্রেমিরা সেখানে ভ্রমণ করে।তাদের ভলোবাসা পুর্ণ করতে।মনোরম সৌন্দর্য উপভোগ করতে। চাইলে আপনি যেতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url