বার বার মাদিনে মে লিরিক্স। Bar Bar Madine Main Lyrics
বার বার মাদিনে মে লিরিক্স।
Song : Bar Bar Madine Main
Singer : Shafin Ahmad, Abrarr & Muntajim
Lyric & Tune : Collected
Sound Design : Shafin Ahmad
Video Director: Abdullah AL Mahmud
GFX: Omar Faruk Laden
বার বার মাদিনে মে গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের শাফিন আহমেদ, আবরার এবং মুনতাজিম গলজটিতে সুর করেছেন সংগ্রহকৃত । বার বার মাদিনে মে গলজটির লিরিক্স করেছেন সংগ্রহকৃত এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tarana ইউটিউব চ্যানেলে। বার বার মাদিনে মে জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
বারে বারে মাদিনে মে নাতে রাসুল ﷺ টি খুবই জনপ্রিয়। লেখক বলেন আমি বার বার মাদিনাতে যাবো তবু মন বরে দেখবো
সবুজ গুম্বজ কে।আমি ভালোবাসি ওই মদিনার পথ আর উহুদের মাঠ।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক ﷺ এর দিদার নসিব করুন। আমিন।
সবুজ গুম্বজ কে।আমি ভালোবাসি ওই মদিনার পথ আর উহুদের মাঠ।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক ﷺ এর দিদার নসিব করুন। আমিন।