আল্লাহু আল্লাহু বাংলা গজল লিরিক্স।Allahu Allahu Bangla Gojol Lyrics
আল্লাহু আল্লাহু বাংলা গজল লিরিক্স।
আল্লাহু আল্লাহু জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল টি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
আল্লাহু আল্লাহু গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। আল্লাহু আল্লাহু একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। আল্লাহু আল্লাহু গজলটি গেয়েছেন সায়ের শাফিন আহমেদ গলজটিতে সুর করেছেন সিরাহুল ইসলাম। আল্লাহু আল্লাহু গলজটির লিরিক্স করেছেন সিরাহুল ইসলাম এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Shafin Ahmed Official ইউটিউব চ্যানেলে।
আল্লাহু আল্লাহু গজলিটিতে লেখক আল্লাহর গুনগান ও মহত্ত্ব প্রকাশ করেছেন। লেখক বলেন আল্লাহ তায়ালা আমাদের কে সৃষ্টি করেছেন মাটি হতে। তার ফেরেশতাদের কে সেজদা করিয়েছেন। এই পৃথিবীতে আমাদের কে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি তার ইবাদত করার তাওফিক দান করুন।আমিন।