আল্লাহু আল্লাহু বাংলা গজল লিরিক্স।Allahu Allahu Bangla Gojol Lyrics

আল্লাহু আল্লাহু বাংলা গজল লিরিক্স।

Song Title: Allahu Allahu
Singer: Shafin Ahmad
Lyric & Tune : Sirahul Islam
Record Label: Tarana Records
Sound Design: Mustafiz RS
Video: Abdur Rahman Saifi
GFX: Omar Faruk
Management:
Abu Rayhan & Husain Adnan

আল্লাহু আল্লাহু জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল টি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়। 

আল্লাহু আল্লাহু গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। আল্লাহু আল্লাহু  একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। আল্লাহু আল্লাহু  গজলটি গেয়েছেন সায়ের শাফিন আহমেদ গলজটিতে সুর করেছেন    সিরাহুল ইসলাম। আল্লাহু আল্লাহু গলজটির লিরিক্স করেছেন সিরাহুল ইসলাম এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Shafin Ahmed Official ইউটিউব চ্যানেলে।

আল্লাহু আল্লাহু গজলিটিতে  লেখক আল্লাহর গুনগান ও মহত্ত্ব প্রকাশ করেছেন। লেখক বলেন আল্লাহ তায়ালা আমাদের কে সৃষ্টি করেছেন মাটি হতে। তার ফেরেশতাদের কে সেজদা করিয়েছেন। এই পৃথিবীতে আমাদের কে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি তার ইবাদত করার তাওফিক দান করুন।আমিন।

আল্লাহু আল্লাহু বাংলা গজল লিরিক্স।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url