আজ নয়তো কাল যাবে কেউ। কান্নার রোল বাংলা গজল লিরিক্স।Aj Noyto Kal Jabe Kew Bangla Gojol Lyrics

আজ নয়তো কাল যাবে কেউ। কান্নার রোল বাংলা গজল লিরিক্স।

Lyric, Tune & Monthly Producer:  
Abu Ubaydah
Choreographed by: PS Mia
Director Assist: Anas Ahmed
Director: Hal Hadi
Backscreen Films

আজ নয়তো কাল যাবে কেউ গজলটি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজল খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।

আজ নয়তো কাল যাবে কেউ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। আজ নয়তো কাল যাবে কেউ গজলটি খুবই চমৎকার ও  হৃদয় স্পর্শীয় একটি গজল। আজ নয়তো কাল যাবে কেউ গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন আবু উবায়দা। আজ নয়তো কাল যাবে কেউ গলজটির লিরিক্স করেছেন আবু উবায়দা এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Abu Ubayda ইউটিউব চ্যানেলে।

আজ নয়তো কাল যাবে কেউ গজলটি দ্বারা লেখক আমাদের কে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। এত অহংকার করে কি হবে? দম বন্ধ হলে কবর ছাড়া কোনো জায়গা নেই, যতই করো বাড়ি গাড়ি, দম ফুরাইলে কবর হবে তোমার বাড়ি।

সাহাবায়ে কেরাম (রা)   তারা সব সময় মৃত্যুর কথা স্মরণ করতেন। নবি করিম ﷺ বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো।

আসুন আমরা সবাই আল্লাহ তায়ালা কে ভয় করি এবং তার আনুগত্য স্বীকার করি।
এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি আর আল্লাহর দরবারে নিজে গুনাহের জন্য ক্ষমা চাই।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সহজ মৃত্যু দান করুন এবং মৃত্যুর পর কঠিন শাস্তির হাত রক্ষা করুন। আমিন।

আজ নয়তো কাল যাবে কেউ বাংলা গজল লিরিক্স।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url