আজ আছি কাল নেই বাংলা গজল লিরিক্স। Aj achi kal nei Bangla Gojol lyrics
আজ আছি কাল নেই বাংলা গজল লিরিক্স।
আজ আছি কাল নেই জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল। যারা গজল শুনতে বা পরতে ভালো বাসেন, তাদের কাছে এই গজলটি খুবি পছন্দ হবে বলে আশা করা যায়।
আজ আছি কাল নেই গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। আজ আছি কাল নেই গজলটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। আজ আছি কাল নেই গজলটি গেয়েছেন সায়ের নুর হোসাইন গলজটিতে সুর করেছেন খিজির মোহাম্মদ। আজ আছি কাল নেই গলজটির লিরিক্স করেছেন হোসাইন আল হাফিজ এবং গলজটির সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে।
আজ আছি কাল নেই গজলটির মাধ্যমে লেখক আমাদের কে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।
মানুষ মাত্রই মরনশীল। একদিন এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে আমাদের চলে যেতে হবে অন্ধকার কবরে। সবাই আমাদের ভুলে যাবে কিছুদিন চেহারা মনে থাকবে তারপর সেটাও ভুলে যাবে।
সেদিন হাজারো সম্পদের বিনময়েও তোমার জান ফেরত পাবে না। তোমার দামি গাড়ি, পাঁচ তলা বাড়ি কিছুই কাজে আসবে না।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইমানের সহিত মৃত্যু দান করুন।আমিন।