ভালোবাসি প্রভু বাংলা লিরিক্স। Valobashi Provu Bangla lyrics

ভালোবাসি প্রভু বাংলা লিরিক্স।

Ghazal: Valobashi Provu. love lord
Singer: Mahdi Hasan
Lyrics & Tune: Mohammad Saiem Al Hasan
Sound Design: Samiul Islam
Production: Tune Hut
Gfx: Abu Taher
Management: @Saim Al Hasan Official

ভালোবাসি প্রভু গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের মাহাদি হাসান গলজটিতে সুর করেছেন    মোহাম্মদ সায়েম আল হাসান। ভালোবাসি প্রভু গলজটির লিরিক্স করেছেন মোহাম্মদ সায়েম আল হাসান এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tune Hut ইউটিউব চ্যানেলে। ভালোবাসি প্রভু জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

ভালোবাসি প্রভু গজলটি আল্লাহর নেয়ামত সমুহের শুকরিয়া আদায় করে লিখা জনপ্রিয় একটি গজল। গজলটিতে লেখক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তার নেয়ামত সমুহের। তিনি মাঠ ভরা ফসল,মিষ্টি রোধ,পাহাড়, এবং নিজের জীবনের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

আল্লাহ তায়ালা আামাদের সবাই কে বেশি বেশি আল্লাহর নেয়ামত সমুহের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন

ভালোবাসি প্রভু বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url