তুমি চাঁদের আলোর চেয়েও বেশি আলো বাংলা লিরিক্স। Tumi Chader Alor Cheye Besi Shundor Bangla lyrics

তুমি চাঁদের আলোর চেয়েও বেশি আলো  বাংলা লিরিক্স।

Lyric, Singer & Monthly Producer: Abu Ubaid
Tune: Collected
Head of Creative: PS Mia
Director Assist: Ruhul Amin
Video: And Tuab,
Supervised B: Abu Huraira

তুমি চাঁদের আলোর চেয়েও বেশি আলো গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন আবু উবায়দা।তুমি চাঁদের আলোর চেয়েও বেশি আলো গলজটির লিরিক্স করেছেন আবু উবায়দা এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Abu Ubayda  ইউটিউব চ্যানেলে। তুমি চাঁদের আলোর চেয়েও বেশি আলো জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।


তুমি চাঁদের আলোর চেয়েও বেশি আলো গজলটি খুবই জনপ্রিয় একটি গজল। গজলটিতে লেখক মনের আবেগ গুলো নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রকাশ করেছেন। লেখক তুলে ধরেছেন নবিজির সৌন্দর্য সমূহ কে।আরো বলেছেন নবি আসায় পৃথিবীতে শান্তি সৃষ্টি হয়েছে। লেখক নবির সৌন্দর্য কে চাদের সাথে তুলনা করে বলেছেন নবি তার চেয়েও আরো বেশি সুন্দর।

তুমি চাঁদের আলোর চেয়েও বেশি আলো  বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url