তোমায় হাসিল কামনা বাংলা লিরিক্স। Tomay Hasil Kamona Bangla lyrics
তোমায় হাসিল কামনা বাংলা লিরিক্স।
Song: I wish you success
Lyric, Tune & Singer : Mabrur Hussain
Sound Design: Shafin Ahmed
Video Director: Abdullah Al Mahmoud
Gifox: Abdullah Al Mahmoud
তোমায় হাসিল কামনা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের মাবরুর হোসাইন গলজটিতে সুর করেছেন মাবরুর হোসাইন। তোমায় হাসিল কামনা গলজটির লিরিক্স করেছেন মাবরুর হোসাইন এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tarana ইউটিউব চ্যানেলে। তোমায় হাসিল কামনা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
তোমায় হাসিল কামনা খুবই জনপ্রিয় একটি নাতে রাসুলﷺ। লেখক নাতে রাসুল ﷺ এর মাধ্যমে হুজুর পাক ﷺ এর উপর ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করেছেন। লেখক বলেন "আমি মনের মাঝে তোমার ছবি আকি।আমি তনু মনে তোমাকেই কামনা করি।"
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক ﷺ এর দিদার নসিব করুন। আমিন।