তাসবিহ বাংলা লিরিক্স। Tasbih Bangla lyrics
তাসবিহ বাংলা লিরিক্স।
Song: Tasbeeh
Singer: Abu Raihan
Lyric: Hossain Noor
Tune & Composition: H Ahmed
Record Label : Tarana
Gifox: Arafat Mahmood
Video Director: Hal Hadi
তাসবিহ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু রায়হান গলজটিতে সুর করেছেন এইচ আহমেদ ।তাসবিহ গলজটির লিরিক্স করেছেন হোসাইন নূর এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Abu Rayhan ইউটিউব চ্যানেলে। তাসবিহ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
তাসবিহ গজলটিতে লেখক বেশি বেশি যিকির করদর আহবান করেছেন। আল্লাহ তায়ালা কে স্মরণ করতে বলেছেন। হাদিসে আছে যিকির জকরার ফলে অন্তর পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তায়ালা অন্তরের সব ময়লা ধুয়ে নিষ্পাপ করে দেন।অতএব আমাদের সকলের উচিৎ বেশি বেশি আল্লাহ কে স্মরণ করা।আল্লাহ তায়ালা আামাদের তাওফিক দান করুন। আমিন।