তারানা বান গেয়া বাংলা লিরিক্স। Tarana Ban Geya Bangla lyrics

তারানা বান গেয়া বাংলা লিরিক্স। 

Song Name: Tarana Ban Gaya
Singer: Ahmod Abdullah & Masum billah
Lyric & Tune : Ahmod Abdullah
Record Label : Holy Tune Records
GFX: Nawaz Marjan
Sound Design : Mustafiz RS
Video Director: FARUQ TAHIR & Nawaz Marjan
SPECIAL THANKS TO
Markajut Tahfiz Madrasa, Sylhet
Hafiz Hassan Anzar
Fatema Abdullah

তারানা বান গেয়া গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আহমদ আব্দুল্লাহ ও মাসুম বিল্লাহ গলজটিতে সুর করেছেন আহমদ আব্দুল্লাহ। তারানা বান গেয়া গলজটির লিরিক্স করেছেন আহমদ আব্দুল্লাহ এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় আহমদ আব্দুল্লাহ  ইউটিউব চ্যানেলে। তারানা বান গেয়া জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

তারানা বান গেয়া গজলটি খুবি জনপ্রিয় একটি উর্দু গজল। গজলটিতে নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়েছে। লেখক আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবেসে গজলটি লিখেছেন। গজলটির মাধ্যমে তিনি আল্লাহর রাসুলের দিদার কামনা করেছেন। আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার নসিব করুন। আমিন।

তারানা বান গেয়া বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url