তাজদারে মাদিনা বাংলা লিরিক্স। Tajdare Madina Bangla lyrics
তাজদারে মাদিনা বাংলা লিরিক্স।
তাজদারে মাদিনা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আহনাফ খালিদ, জাহিদ হাসান ও ফাজলে ইলাহি সাকিব গলজটিতে সুর করেছেন মোহাম্মদ বদরুজ্জামান ।তাজদারে মাদিনা গলজটির লিরিক্স করেছেন সাইফ সিরাজএবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে। তাজদারে মাদিনা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
তাজদারে মাদিনা গজলটি খুবই জনপ্রিয় একটি নাতে রাসুল। গজলটি মদিনা শরিফ কে কেন্দ্র করে লিখা হয়েছে। গজলটিতে লেখক মনের আবেগ আকাঙ্ক্ষা গুলো কে প্রকাশ করেছেন। আমরা সবাই মদিনা শরিফ কে ভালোবাসি আমরা সবাই মদিনার মুসাফির হতে চাই। লেখকও চান। তাই আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত কারার তাওফিক দান করেন। আমিন।