সুকুন দাও বাংলা লিরিক্স। Sukun Daw Bangla lyrics
সুকুন দাও বাংলা লিরিক্স।
Song: Sukun Daw - Sukun DawSinger : Abu RayhanLyric & Tune : Imtiaz RaselComposer : Shafin AhmedLabel: iLham RecordsStarring : Abu Rayhan, Rayhan Faruk, MN Shipu, Mahfuz, Foyas & MasudDOP : Sani KhanEdit & Color: Romjan AliGFX: Omar FarooqProduction Promote: Mohammad Ibrahim & Khansa ZamilCreative Director: Joy SarkarDigital Platform: iLham RecordsProduced and Distributed by iLham Records
সুকুন দাও গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু রায়হান গলজটিতে সুর করেছেন ইমতিয়াজ রাসেল। সুকুন দাও গলজটির লিরিক্স করেছেন ইমতিয়াজ রাসেল এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় iLham Records ইউটিউব চ্যানেলে। সুকুন দাও জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
সুকুন দাও গজলটি অনুশুচনা মূলক একটি জনপ্রিয় গজল। গজলটিতে মুলত অনুশোচনা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা নিয়ে লিখেছেন। লেখক গজলটিতে নিজের ভুল গুলো ক্ষমা করে দেয়ার জন্য আল্লাহর দরবারে অনুনয় করেছেন। নিজের ভুল গুলো তিনি স্বীকার করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন।