সাজিয়ে গুজিয়ে দে বাংলা লিরিক্স। Shajiye Gujiye De Bangla lyrics
সাজিয়ে গুজিয়ে দে বাংলা লিরিক্স।
Singer & Music Producer: Abu Ubayda
Lyrics and Tune: Nasir Ahmed Apu
Assistant Music Director: Bm Shakil
Choreographer: Piash Mia
Choreographer assist: Ruhul Amin
Light: Muhammad Khan
Director: Abu Hurayra,
Director Assistant Abu Tuyab
সাজিয়ে গুজিয়ে দে গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন নাসির আহমেদ অপু।সাজিয়ে গুজিয়ে দে গলজটির লিরিক্স করেছেন নাসির আহমেদ অপু এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Abu Ubayda ইউটিউব চ্যানেলে। সাজিয়ে গুজিয়ে দে জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
সাজিয়ে গুজিয়ে দে গজলটি খুবই জনপ্রিয় একটি মন কারা গজল।গজলটি আমাদের কে মৃত্যুর কথা স্মরণ করতে বাধ্য করে। আমরা সবাই মরনশীল। একদিন তো আমাদের যেতেই হবে কবরে। কবির মতে
"যে জন্মেছে ভবে, তাকে মরতেই হবে"
গজলটির মাধ্যমে লেখক আমাদের কে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
আল্লাহ তায়ালা যেন আামাদের কে মৃত্যুর জন্য প্রস্তুত করে দুনিয়া থেকে উঠিয়ে নেন। আমিন।