কোরআন মধুর বাণি বাংলা লিরিক্স। Quran modur bani lyrics

কোরআন মধুর বাণি

Artist: Baby Naznin
Lyric: Sam Nazrul
Camera: Asad Madani
Audio & Video Editing : Baby Nazneen
Released: Bon Official

 কোরআন মধুর বাণি গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের বেবি নাজনিন। গলজটিতে সুর করেছেন বেবি নাজনিন। কোরআন মধুর বাণি গলজটির লিরিক্স করেছেন এস এম নজরুলএবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় BN Official ইউটিউব চ্যানেলে। কোরআন মধুর বাণি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

কোরআন মধুর বাণি গজলটি লেখক আসমান জমিনের শ্রেষ্ট কিতাব আল কোরআন এর মহত্ত্ব  বর্ণনা করে লিখেছেন। কোরআন সবচেয়ে সুন্দর বাণি যা আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিব হুযুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর  উপর নাযিল করেছেন। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তায়ালা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা আামাদের বেশি বেশি কোরআন পড়ার এবং শুনার তাওফিক দান করুন। আমিন।  

কোরআন মধুর বাণি 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url