প্রিয় হাবিব বাংলা লিরিক্স। priyo habib Bangla lyrics
প্রিয় হাবিব বাংলা লিরিক্স।
Song : Priyo Habib
Singer : Khaled Saifullah & Hizbullah
Lyric & Tune : Collected
Sound Design : Shafin Ahmad
Video Director: Abdullah AL Mahmud
GFX : Abdullah Al Mahmoud
প্রিয় হাবিব গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের খালেদ সাইফুল্লাহ ও হিজবুল্লাহ গলজটিতে সুর করেছেন কালেদ সাইফুল্লাহ ।প্রিয় হাবিব গজলটির লিরিক্স করেছেন সংগৃহিত এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tarana ইউটিউব চ্যানেলে। প্রিয় হাবিব জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
প্রিয় হাবিব জনপ্রিয় একটি নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজলটিতে নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব কে তুলে ধরা হয়েছে। তিনি যে রহমাতাল্লিল আালামিন তাহার উছিলায় যে এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তায়ালা। লেখক রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুন গুলো কে গজলটিতে তুলে ধরেছেন।