প্রেরণার আলো বাংলা লিরিক্স। Preronar Alo Bangla lyrics

প্রেরণার আলো বাংলা লিরিক্স। 

Song : Preronar Alo
Singer : Tahsinul Islam
Lyric : Shaharoul Islam Sujon
Tune : Tahsinul Islam
Record Label : Holy Tune Studio
Sound Designing : Khizir Muhammad
Video Director: Shariful Islam

প্রেরণার আলো গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের তাহসিনুল ইসলাম গলজটিতে সুর করেছেন তাহসিনুল ইসলাম।প্রেরণার আলো গলজটির লিরিক্স করেছেন শাহারুল ইসলাম সুজন এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tahsinul Islam ইউটিউব চ্যানেলে। প্রণার আলো জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

প্রেরণার আলো গজলটি বাবা কে নিয়ে লেখা জনপ্রিয় একটি গজল। গজলটিতে লেখক বাবাকে নিজের জীবনের সবচেয়ে বড় সাহায্য হিসেবে বর্ণনা করেছেন। বাবা আমাদের জন্য কত কিছুই না করেন শুধু একবেলা আমাদের খাবার জোগাড় করার জন্য তিনি কত কষ্ট করেন।

আমরা একটু অসুস্হ হলে আমাদের চিন্তায় তাদের চোখের ঘুম হারাম হয়ে যায়। নিজে পুরোনো  কাপড় দিয়ে ঈদ পালন করেন শুধু আমাদের কে নতুন কাপড় কিনে দিতে হবে তাই। আমরা বাবার আয়ের দিকে তাকাই না শুধু নিজেদের বায়না নিয়ে পড়ে তাকি।যখন বাবা একটা বায়না পুরোন করতে অসফল তখন আমরা বাবা কে খোটা দিয়ে বেরাই যে বাবা আমাকে কি দিয়েছে কিছুই দেয়নি।কখনো কি দেখেছেন আপনার খরচ চালানোর জন্য বাবা কি করে টাকা আয় করছে।

হয়তো বলবেন আমার বাবা তো ভালো কাজ করে ব্যাবসায়ি, ডক্টর, বা ইন্জিনিয়ার। হ্যা এটা ভালো পোস্টের কাজ কিন্তু এটা আপনি করে দেখবেন কেমন লাগে। যখন ব্যাবসায় কোনো মাসে কম লাভ হয় তখন বাবা কতটা চাপ নিয়ে আপনার খরচ বাসার খরচ বহন করে।

একজন ডক্টর কি শুধু বসে থাকে? না, তাকেও অনেক কষ্ট করতে হয় একজন রোগীকে দেখার আরেকজন রুগীর কাছে যেতে সবাইকে বুঝে বুঝে ঔষধ দিতে হয়। একটু ভুল হলেই ডক্টর ভালো না গালাগালি শুনতে হয়।

আর একজন ইন্জিনিয়ার কি বসে বসে টাকা কামায় হয়তো বেশি কামায় কিন্তু তার জন্য তাকেও অনেক কষ্ট করতে হয়। যেমন ধরেন কাস্টমার খোজা,বিল্ডিং এর  ডিজাইন করে তা দেখানো, এখানে সেখানে দৌড় জাপ করা ইত্যাদি।

আরবাকি কর্মজীবীদের কথা বাদই দিলাম।এগুলো তো আমরা হরহামেশাই উদাহরণ সরুপ বলি।আল্লাহ তায়ালা আামাদের সবাই কে বাবা মা কে সম্মা করার এবং তাদের ভালোবাসা অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

প্রেরণার আলো বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url