পাহাড় সম পাপ বাংলা লিরিক্স। Pahar Shomo Pap Bangla lyrics

পাহাড় সম পাপ  বাংলা লিরিক্স।

Lyric & Tune: Jubair Sifa
Singer: Lamia Islam Ifti
Original Singer: Nusrat Zereen
Sound Design: Abu Bakar Dohar

পাহাড় সম পাপ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের লামিয়া  ইসলাম ইফতি গলজটিতে সুর করেছেন  জুবায়ের সিফা।পাহাড় সম পাপ  গলজটির লিরিক্স করেছেন জুবায়ের সিফা এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় ABS Tune Studio ইউটিউব চ্যানেলে। পাহাড় সম পাপ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

পাহাড় সম পাপ গজলটি অনুশোচনা মূলক জনপ্রিয় একটি গজল। গজলটির মাধ্যমে লেখক তার পাপের জন্য  আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি নিজের দোষ সমূহ স্বীকার করেছেন।

আল্লাহ তায়ালা  লেখকের সাথে সাথে আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন।

পাহাড় সম পাপ  বাংলা লিরিক্স।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url