ও মেরা নাবি হে লিরিক্স। O mera Nabi Hei Lyrics

ও মেরা নাবি হে  লিরিক্স।

Singer : Muhammad Hilal Raja Qadri
Lyrics & Tune : Collected 
Record label : Heera Golad 

ও মেরা নাবি  হে গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের মোহাম্মদ হেলাল রেজা কাদরি গলজটিতে সুর করেছেন  মোহাম্মদ হেলাল রেজা কাদরি ।ও মেরা নাবি হে  গলজটির লিরিক্স করেছেন মোহাম্মদ হেলাল রেজা কাদরি এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Heera Gold ইউটিউব চ্যানেলে। ও মেরা নাবি হে জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

ও মেরা নাবি হে গজলটি খুবই জনপ্রিয়। গজলটির মাধ্যমে লেখক হুজুর পাক ﷺকে ভালোবাসা  ও আনুগত্য প্রকাশ করেছেন। তিনি রাসুল ﷺহে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বাংলা লিরিক্স। আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে হুজুর পাক  ﷺ দিদার নসিব করুন আমিন। 

ও মেরা নাবি হে  লিরিক্স।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url