ও আল্লাহ বাংলা লিরিক্স। O Allah Bangla lyrics
ও আল্লাহ বাংলা লিরিক্স।
Tune & Singer : Shafin Ahmad
Lyric : Hossain Noor
Sound Design : Shehzad
Video : Wahidujjaman
GFX : Abdullah Al Mahmoud
Music Direction: Abu Rayhan & Hussain Adnan
Special thanks to Ainul Islam
ও আল্লাহ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের শাফিন আহমেদ গলজটিতে সুর করেছেন শাফিন আহমেদ ।ও আল্লাহ গলজটির লিরিক্স করেছেন হোসাইন নূর এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Tarana ইউটিউব চ্যানেলে। ও আল্লাহ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
ও আল্লাহ গজলটি লেখক আল্লাহ কে ভালোবাসা প্রকাশ করে লিখেছেন। ও আল্লাহ গজলটিতে লেখক আল্লাহর নেয়ামত সমুহের শুকরিয়া আদায় করিতে ছেয়েছেন। আল্লাহ তায়ালা আামাদের এই যে কত নেয়ামত দান করেছেন আমাদেরও উচিৎ তার নিয়ামত স্বীকার করে তার শুকরিয়া আদায় করা।