মোহাম্মদ মোস্তফা বাংলা লিরিক্স। Muhammad Mostofa Bangla lyrics

মোহাম্মদ মোস্তফা বাংলা লিরিক্স। 

Song : Muhammad Mustofa
Singer: Hussain Adnan
Label : Tarana Records
Recordist: Shafin Ahmad
Lyric : Adnan Momin
Tune : Humayun Kabir
Sound Design : Shehzad
Video Director: H Al Haadi
GFX: Abu Taher

মোহাম্মদ মোস্তফা গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের হোসাইন আদনান গলজটিতে সুর করেছেন  হুমায়ুন কবির। মোহাম্মদ মোস্তফা গলজটির লিরিক্স করেছেন আদনান মুমিন এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Hossain Adnan ইউটিউব চ্যানেলে। মোহাম্মদ মোস্তফা জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

মোহাম্মদ মোস্তফা গজলটি খুবি জনপ্রিয় একটি গজল। গজলটি লেখক আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ভালোবাসা প্রকাশ করে লিখেছেন। গজলটিতে লেখক বলেন তার মন শুধু নবির নাম জপে যায়।তার মন শুধু মদিনায় ছুটে যায়। আল্লাহ তায়ালা লেখকের সাথে সাথে আমাদের সবাইকে বেশি বেশি নবিজিকে ভালোবাসার তাওফিক দান করুন। আমিন।

মোহাম্মদ মোস্তফা বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url