মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম বাংলা লিরিক্স। Mitha Mitha Bangla lyrics

মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম বাংলা লিরিক্স। 

Lyric: Sayed Ahmad Shaheb
Tune: Junaid Jamshed Rah:
Record: Abir Hasan
Master: FS Studio
Video: Abu Bakar Siddik
Supervision: Muzahidul Islam
Management: Murshed Siraji

মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের সায়েদ আহমেদ  গলজটিতে সুর করেছেন  জুনাইদ  জামশে। মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম গলজটির লিরিক্স করেছেন সায়েদ আহমেদ এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Sayed Ahmed ইউটিউব চ্যানেলে। মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম গজলটি লেখক হুযুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করে লিখেছেন। মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম গজলটি তে লেখক রাসুলুল্লাহ দ এর নূম মোবারক কে মিষ্টি মিষ্টি বলে উল্লেখ করেছেন। আল্লাহ তায়ালা ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসতেন।  শুধু ভালোই বাসেন না তার নামে একবার দুরুদ পাঠ করলে বান্দার আমল নামায় দশটি নেকি দান করেন।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ পড়ার তাওফিক দান করুন। আমিন।

মিঠা মিঠা হে মোহাম্মদ কা নাম বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url