মায়ের মতো হয় না বাংলা লিরিক্স। Mayer Moto Hoy Na Bangla lyrics
মায়ের মতো হয় না বাংলা লিরিক্স।
মায়ের মতো হয় না গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন আবু উবায়দা। মায়ের মতো হয় না গলজটির লিরিক্স করেছেন আবু উবায়দা এবং হোসাইন নূর এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Abu Ubayda ইউটিউব চ্যানেলে। মায়ের মতো হয় না জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
মায়ের মতো হয় না গজলটি মাকে নিয়ে লিখা জনপ্রিয় একটি গজল। লেখক মায়ের মধু মাখা ডাক, আদর সোহাগ, গুলো কে প্রকাশ করেছেন। মা বাবা কে ভালোবাসা আমাদের সকলের নৈতিক কর্তব্য। আমরা অনেকেই তা পালন করি না।আমরা শহরে এসে মাকে ভুলে যাই।একটু সময় হয়না মায়ের সাথে ফোনে কথা বলার। কিন্তু বন্ধু বান্ধবের আড্ডা কখনো মিস করি না। আল্লাহ তায়ালা আামাদের সবাই কে বেশি বেশি করে মা বাবা কে ভালোবাসার তাওফিক দান করুন। আমিন।