মাগো জান্নাতে কি একাই যেতে চাও লিরিক্স। Mago jannate ki akai jete chaw lyrics
মাগো জান্নাতে কি একাই যেতে চাও লিরিক্স।
Lyric : Nuruzzaman Noor
Tune: Mahmud Faisal
Directed By: Gazi Anas Rawshan
Sound Design & RecordLabel: Heaven Tune Studio LivePK
Calligraphy - Abdul Kadir Hawlader
মাগো জান্নাতে কি একাই যেতে চাও 2020 সালে বাংলাদেশে প্রকাশিত একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের গাজি আকসা বিনতে আনাস। গলজটিতে সুর করেছেন মাহমুদ ফায়সাল। মাগো জান্নাতে কি একাই যেতে চাও গলজটির লিরিক্স করেছেন নুরুজ্জামান নুর এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Heaven Tune ইউটিউব চ্যানেলে। মাগো জান্নাতে কি একাই যেতে চাও জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
মাগো জান্নাতে কি একাই যেতে চাও গজলটি লেখক আল্লাহ তায়ালার অশেষ নেয়ামত সকল মুসলিমের সর্বশেষ স্থান জান্নাত সম্পর্কে লিখেছেন। আমরা সবাই জানি জান্নাত সকল মোমিন মুসলমানের জন্য তৈরি করা হয়েছে। যেখানে মুসলমানরা শান্তিতে থাকবে, সেখানে কারো বয়স বাড়বেনা বরং সবাই যুবক হয়ে যাবো। নামাজ লাগবে না রোজা লাগবে না। শুধু আরাম করবে সবাই। হাদিসে আছে সকল মোসলমান হযরত আদম আলাইহিসসালাম এর মতো ষাট ফুট লম্বা হবে। আরো বর্নিত হয়েছে জান্নাতের এক একটি ঘর সাত আসমান সাত জমিনের সমান হবে। আল্লাহ তায়ালা আামাদের সকল কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন