মা জননী বাংলা লিরিক্স। Ma jononi Bangla lyrics
মা জননী বাংলা লিরিক্স।
মা জননী গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আইনুদ্দিন আল আজাদ গলজটিতে সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ। মা জননী গলজটির লিরিক্স করেছেন আইনুদ্দিন আল আজাদ এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Sayed Ahmed ইউটিউব চ্যানেলে। মা জননী জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
মা জননী গজলটি লেখক মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রকাশ করে লিখেছেন। মা জননী গজলটি দাড়া মাকে ভালোবাসার জন্য মানুষ কে আহবান করেছেন। বর্তমান সময়ে আমরা এতটাই আপডেট যে এই আপডেট যগতে মায়েরা ঘরে থাকার যোগ্যতা রাখেনা, ভালো খাবার, ভালো পোষাক কিংবা ভালো চিকিৎসা, তারা কোনো কিছুই ভালো পাওয়ার যোগ্যতা রাখেনা।আর তাই তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসি তাদের। এখনো সময় আছে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শিখুন। মা বাবা কে তাদের প্রাপ্য সম্মান দিতে শিখুন। না হলে পরে কেদে কুল পাবেন না।
আল্লাহ তায়ালা আামাদের কে মা বাবা কে ভালোবাসার এবং সম্মান করার তাওফিক দান করুন। আমিন।