লোকে আমায় পাগল বলে বাংলা লিরিক্স। Loke Amay Pagol Bole Bangla lyrics
লোকে আমায় পাগল বলে বাংলা লিরিক্স।
Lyric, Tune & Original singer:
Iqbal Hossain
Singer & Music Producer:
Abu Ubayda
Head of creative: Pias Mia
Director assist: Ruhul Amin
Video : Abu Tuyab,
Supervised by: Abu Hurayra
লোকে আমায় পাগল বলে গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন আবু উবায়দা।লোকে আমায় পাগল বলে গলজটির লিরিক্স করেছেন আবু উবায়দা এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Abu Ubayda ইউটিউব চ্যানেলে। লোকে আমায় পাগল বলে জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
লোকে আমায় পাগল বলে গজলটি মদিনা শরিফ কে নিয়ে লেখা সবচেয়ে জনপ্রিয় একটি গজল। মদিনা শরিফে যাওয়ার ইচ্ছে আমাদের সকলের আছে। আল্লাহ তায়ালা আামাদের সবাই কে মক্কা মদিনা জিয়ারত করার তাওফিক দান করুন। আমিন।