কত জানাজার পড়েছি নামাজ লিরিক্স l Janazar Porechi Namaj Lyrics
কত জানাজার পড়েছি নামাজ লিরিক্স।
Song : Koto Janazar Porechi
Singer : Hujaifa Islam
Lyric : Abdul Kadir Hawladar
Tune : Nazrul Islam
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
Singer : Hujaifa Islam
Lyric : Abdul Kadir Hawladar
Tune : Nazrul Islam
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
কত জানাজার পড়েছি নামাজ 2020 সালে বাংলাদেশে প্রকাশিত একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের হুযাইফা ইসলাম। গলজটিতে সুর করেছেন নজরুল ইসলাম। কত জানাজার পড়েছি নামাজ, গলজটির লিরিক্স করেছেন আবদুল কাদের এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে। কত জানাজার পড়েছি নামাজ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
আমরা সবাই প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা দুনিয়ার মোহে ভুলে যাচ্ছি সেই দিনের কথা। যেদিন আমাদের আত্মা আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে। জীবনে আমরা কত জানাজার নামাজ পরেছি কিন্তু এটা ভুলে গেছি যে একদিন আমাদের জানাজার নামাজ পড়বে অন্য কেউ। কত জানাজার পড়েছি নমাজ গজলটি ওই দিনের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্যই তৈরি করা হয়েছে।