কতদূর ঐ মদীনার পথ বাংলা লিরিক্স। Koto dur oi madinar poth Bangla lyrics

কতদূর ঐ মদীনার পথ বাংলা লিরিক্স। 

Lyric: Abu Taher Belal
Tune : Moshiur Rahman
Voice & Music Producer: Abu Ubayda
Choreographer: Piash Mia Side
Vocal: Momen Sany, Bm Shakil
Director Assist : Abu Tuyab
Director: Abu Hurayra
Produced by: Taaqwaa Group  

কতদূর ঐ মদীনার পথ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন  মশিউর রহমন ।কতদূর ঐ মদীনার পথ  গলজটির লিরিক্স করেছেন আবু তাহের বেলাল এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Taaqwaa ইউটিউব চ্যানেলে। কতদূর ঐ মদীনার পথ  জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

কত দূর ঐ মদিনার পথ গজলটি লেখক আবু উবায়দা মদিনার পথে হাটার অনুভূতি  উপভোগ করতে তিনি বেকুল হয়ে আছেন সেই আবেগ ও অনুভূতি প্রকাশ করে গজলটি লিখেছেন। তিনি তায়েফ নগরী, উহুদের মাঠ, মদিনা শহরের আনন্দ উপভোগ করতে আর অপেক্ষা করতে পারছেন না।আল্লাহ তায়ালা আামাদের সবাইকে মদিনা শরিফ দেখার সৌভাগ্য নসিব করুন। আমিন। 


কত দূর ঐ মদিনার পথ বাংলা লিরিক্স 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url