কতদূর ঐ মদীনার পথ বাংলা লিরিক্স। Koto dur oi madinar poth Bangla lyrics
কতদূর ঐ মদীনার পথ বাংলা লিরিক্স।
Lyric: Abu Taher Belal
Tune : Moshiur Rahman
Voice & Music Producer: Abu Ubayda
Choreographer: Piash Mia Side
Vocal: Momen Sany, Bm Shakil
Director Assist : Abu Tuyab
Director: Abu Hurayra
Produced by: Taaqwaa Group
কতদূর ঐ মদীনার পথ গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গলজটিতে সুর করেছেন মশিউর রহমন ।কতদূর ঐ মদীনার পথ গলজটির লিরিক্স করেছেন আবু তাহের বেলাল এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Taaqwaa ইউটিউব চ্যানেলে। কতদূর ঐ মদীনার পথ জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
কত দূর ঐ মদিনার পথ গজলটি লেখক আবু উবায়দা মদিনার পথে হাটার অনুভূতি উপভোগ করতে তিনি বেকুল হয়ে আছেন সেই আবেগ ও অনুভূতি প্রকাশ করে গজলটি লিখেছেন। তিনি তায়েফ নগরী, উহুদের মাঠ, মদিনা শহরের আনন্দ উপভোগ করতে আর অপেক্ষা করতে পারছেন না।আল্লাহ তায়ালা আামাদের সবাইকে মদিনা শরিফ দেখার সৌভাগ্য নসিব করুন। আমিন।