ইমলা কালবি বাংলা লিরিক্স। Imla Kalbi Bangla lyrics
ইমলা কালবি বাংলা লিরিক্স।
ইমলা কালবি গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের তাওহীদ জামিল, হাবিবুল্লাহ নূর, সাইফুল্লাহ নূর,রিফাত রহমান, জাহিদুল ইসলাম শাওন এবং অন্যান্য গলজটিতে সুর করেছেন সাইফুল্লাহ নূর ।ইমলা কালবি গলজটির লিরিক্স করেছেন সাইফুল্লাহ নুর এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Holy Tune ইউটিউব চ্যানেলে। ইমলা কালবি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
ইমলা কালবি গজলটি আল্লাহ তায়ালা কে স্মরণ করে প্রসংশা বর্ণনা করে লিখেছেন লেখক। লেখক ইমলা কালবি গজলটি দাড়া সবাই কে আল্লাহ তায়ালার দিকে ফিরিয়ে আনতে চেয়েছেন। বেশি বেশি আল্লাহ কে স্মরণ করার জন্য এবং মানুষকে তার ইবাদত করার জন্য আহবান করেছেন। লেখক ইমলা কালআি গজলটিতে আল্লাহর নেয়ামত কে পেয়ে শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তায়ালা আামাদের সবাইকে তার নেয়ামত রহমত বরকত দান করুন। এবং এ সকল কিছুর শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন।