হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বাংলা লিরিক্স। He Rasul Tomake Vuli Ami kmn Kore Bangla lyrics

হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বাংলা লিরিক্স। 

Singer : Mizanur Rahman Azhari
Lyrics & Tune : Mizanur Rahman Azhari


হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে গজলটি ২০২০ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। গজলটি গেয়েছেন সায়ের মিজানুর রহমান আজহারি গলজটিতে সুর করেছেন মিজানুর রহমান আজহারি।হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে গলজটির লিরিক্স করেছেন মিজানুর রহমান আজহারি এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Islamic Waz Bangla Tv ইউটিউব চ্যানেলে।হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।

হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে  খুবই জনপ্রিয় একটি গজল। লেখক মিজানুর রহমান আজহারি সাহেব গজলটির মাধ্যমে হুজুর পাক ﷺ এর আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করেছেন। আমরা সবাই নবীজি ﷺ কে ভালোবাসি। তার দিদার কামনা করি। কারণ তাকে ভালো না বাসার কোনো কারণ নেই। তিনি রহমাতাল্লিল আলামিন। তিনি আসমান ও জমিনের শ্রেষ্ট মানুষ।

আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক ﷺ এর দিদার নসিব করুন।  আমিন।


হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বাংলা লিরিক্স। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url