হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বাংলা লিরিক্স। He Rasul Tomake Vuli Ami kmn Kore Bangla lyrics
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বাংলা লিরিক্স।
Singer : Mizanur Rahman Azhari
Lyrics & Tune : Mizanur Rahman Azhari
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খুবই জনপ্রিয় একটি গজল। লেখক মিজানুর রহমান আজহারি সাহেব গজলটির মাধ্যমে হুজুর পাক ﷺ এর আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করেছেন। আমরা সবাই নবীজি ﷺ কে ভালোবাসি। তার দিদার কামনা করি। কারণ তাকে ভালো না বাসার কোনো কারণ নেই। তিনি রহমাতাল্লিল আলামিন। তিনি আসমান ও জমিনের শ্রেষ্ট মানুষ।
আল্লাহ তায়ালা আামাদের সবাই কে হুজুর পাক ﷺ এর দিদার নসিব করুন। আমিন।