হে রাসুল বুঝি না আমি বাংলা লিরিক্স। He Rasul bujina ami Bangla lyrics
হে রাসুল বুঝি না আমি বাংলা লিরিক্স।
Voice & Music Producer: Abu Ubayda
Lyric & Tune: Tofazzal Hossain Khan
Assistant Music Director: Bm Shakil.
Choreographer: Piash Mia
Director: Abu Tuyab
Supervised by: Abu Hurayra
হে রাসুল বুঝি না আমি গজলটি ২০২২ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রকাশিত এটি একটি চমৎকার হৃদয় স্পর্শীয় গজল। হে রাসুল বুঝি না আমি গজলটি গেয়েছেন সায়ের আবু উবায়দা গজলটিতে সুর করেছেন তফাজ্জল হোসেন খান।হে রাসুল বুঝি না আমি গলজটির লিরিক্স করেছেন তফাজ্জল হোসেন খান এবং গলজটি সকল ক্রেডিট ও গজলটি সর্বপ্রথম প্রকাশ করা হয় Taaqwaa ইউটিউব চ্যানেলে। হে রাসুল বুঝি না আমি জনপ্রিয় ও ভাইরাল গজলের মধ্যে অন্যতম একটি গজল।
হে রাসুল বুঝি না আমি গজলটি লেখক রাসুলুল্লাহ দ এর উপর ভালোবাসা প্রকাশ করে লিখেছেন। লেখক লিখেছেন হে রাসুল বুঝতে পারছি না আমি কি মায়া দিয়ে বেধে রেখেছেন আমায়।আপনার প্রতি ভালোবাসা কবু শেষ হবার নয়। লেখক হে রাসুল বুঝি না আমি গজলটি তে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য প্রকাশ করেছেন।